সর্বশেষ নোটিশ
আমাদের কথা
কাকড়াবুনিয়া বালিকা আলিম মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়ে মুসলিম মেয়েদের আদর্শবান মুসলমান আলিম তৈরী হবে।
সংক্ষিপ্ত ইতিহাস
কাকড়াবুনিয়া বালিকা আলিম মাদরাসা ১৯৮৫ ইঃ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬খ্রিঃ থেকে দাখিল পাঠদান অনুমতি পায়। ১৯৮৬ খ্রিঃ থেকে দাখিল স্তরে এমপিও ভূক্ত হয়। ১৯৯৫খ্রিঃ থেকে দাখিল একাডেমিক স্বীকৃতি পায়। ১৯৮৮খ্রিঃ থেকে দাখিল পাবলিক পরীক্ষায় ছাত্রী অংশ গ্রহন করে। ২০০১খ্রিঃ আলিম পাঠদান অনুমতি পায়। ২০০১খ্রিঃ থেকে আলিম পরীক্ষায় ছাত্রী অংশ গ্রহন করে।
লক্ষ্য ও উদ্দেশ্য
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য > ইসলামী আদর্শের আদর্শের আলোকে শিশু, কিশোর ও তরুনদের দৈহিক ও মানসিক শিক্ষাদান এবং তাদের সুপ্ত প্রতিভাকে মানবিক ও ইসলামী মূল্যবোধের আলোকে বিকশিত কর। > প্রতিটি ছাত্রীকে মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাস্কৃতির সাথে পরিচয় করিয়ে ইসলামী জীবনদর্শনের সঠিক ঞ্জানদানের মাধ্যমে দেশের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। > তালীম তারবিয়্যাতের মাধ্যমে প্রতিটি ছাত্রীর মাঝে আধ্যাত্নিক চেতনা, ইসলামী মুল্যবোধ ও সুনাগরিক তৈরীর চেষ্টা করা। > বৃত্তিমুলক প্রশিক্ষন ও বৈষয়িক শিক্ষার মাধ্যমে সমাজ পরিচালনায় সক্রিয় অনহশ গ্রহনের যোগ্য করে গড়ে তোলা। > বাতিলের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামকে একটি কালজয়ী আদর্শ হিসেবে তুলে ধরার যোগ্যতা তৈরী করা।